ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইটনায় নৌকাডুবির ঘটনায় মিলল তিনজনের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
ইটনায় নৌকাডুবির ঘটনায় মিলল তিনজনের মরদেহ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 
নিহতরা হলেন-জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে ওয়াসিম (৩৫) ও তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪ জুন) সকালে ৪ সদস্যদের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মালবাহী একটি নৌকা সোমবার (১৩ জুন) দুপুরে তাড়াইল থেকে রওনা দিয়ে ইটনা উপজেলার বেতেগা যাচ্ছিল। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। নৌকাটি ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। এসময় দুজন সাঁতরে মাছ ধরার একটি নৌকায় উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা জুন ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।