ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা সরকার আন্তরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা সরকার আন্তরিক মতবিনিময় সভায় জুনাইদ আহমেদ পলক।

নাটোর:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে বেশ আন্তরিক। দেশের গণমাধ্যমকর্মীরা ভালো থাকলে, সংবাদ মাধ্যম ভালো থাকে, দেশে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়।

সেই লক্ষ্য নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে সরকার।
 
শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ৮টার সময় সার্কিট হাউজে নাটোর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

এসময় প্রতিমন্ত্রী নাটোর প্রেসক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে ৫ লাখ টাকার আর্থিক অনুদান দেন। এছাড়া চার সন্তানের প্রসূতী মা লাভলী বেগমের কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক অনুদানসহ দুইজন মেডিক্যাল শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি হস্তান্তর করেন।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পলক বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে দেশে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়ার সম্প্রচার লাইসেন্স দিয়েছে সরকার। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে সরকার সাংবাদিকদের কল্যাণে আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে। আর্থিক সহায়তার পাশাপাশি নানাভাবে সাংবাদিকদের সহযোগিতা প্রদান করছে সরকার। মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নাটোর প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক সভাপতি রনেন রায়, ডিসি নিউজের পরিতোষ অধিকারী, যমুনা টেলিভিশনের নাজমুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।