ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
মুজিবনগরে টিসিবির পণ্য বিক্রি শুরু

মেহেরপুর: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে সরকার নির্ধারিত মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

টিসিবির পণ্য এবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।