ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইঞ্জিন বিকল ট্রলারসহ ৫ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
ইঞ্জিন বিকল ট্রলারসহ ৫ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

পাথরঘাটা (বরগুনা): নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভাসমান ট্রলারসহ ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৩ জুলাই) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের মোহনা নিদ্রা ছকিনা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত ট্রলারে ৫ জেলে বড়শি দিয়ে মাছ ধরছিল। এসময় ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রলারটি ভাসতে থাকে। কয়েক ঘণ্টা পর কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ ৫ জেলেকে উদ্ধার করে।

কোস্টগার্ড আরও জানায়, উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়- নিদ্রা ছকিনা এলাকায় বড়শি দিয়ে মাছ ধরছিল তারা। হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া এলাকায়। তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।