ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৩০ হাজার ইউএস ডলারসহ সুলতানা জেরিন (৩৮) নামে পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে বিজিবি।  

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

 
আটক জেরিন মানিকগঞ্জের নাজিম উদ্দীনের মেয়ে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভারত ভ্রমণ শেষে পাসপোর্টধারী এক যাত্রী ইউএস ডলারের বড় একটি চালান নিয়ে বাংলাদেশে এসেছেন-এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সন্দেহভাজন এক নারীর দেহ তল্লাশি করে ৩০ হাজার ইউএস ডলার পাওয়ায় তাকে আটক করা হয়।
 
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহাবুব জানান, এ ঘটনায় মামলা দিয়ে আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত ৩০ হাজার ইউএস ডলারের বাংলাদেশি মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।