ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহালছড়িতে ইউএনওর অপসারণ দাবিতে বাজারের সব দোকান বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
মহালছড়িতে ইউএনওর অপসারণ দাবিতে বাজারের সব দোকান বন্ধ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারনের দাবিতে বাজারের সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ারীরা।

বুধবার (২০ জুলাই) সকাল থেকে ২৪ ঘণ্টা বাজারের দোকানপাট বন্ধ রাখার কর্মসুচি দেওয়া হয়।

বাজার ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের উপড় অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।  

সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মো. আবদুর রসিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও জোবা্ইদা আক্তারের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।  

এ বিষয়ে জানতে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তারের সরকারি নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এডি/এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।