ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় বৈরী আবহাওয়া, ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ভোলায় বৈরী আবহাওয়া, ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ

ভোলা: ভোলায় তৃতীয় দিনের মতো মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন কয়য়েক হাজার মানুষ।  জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট।  

এদিকে, সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে নদী ও সাগর মোহনা উত্তাল। সকাল থেকে থেমে ভারী বর্ষণও হয়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১০ নটিক্যাল।  

এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।  

এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিটিএ)।
 
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, স্বাভাবিকের চেয়ে ৫ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। এতে দৌলতখান পয়েন্ট দিয়ে ১০০ মিটার এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।