ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণে বৈঠক শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণে বৈঠক শুরু 

ঢাকা: ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠক শুরু হয়েছে।  

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দফতরে এ বৈঠক শুরু হয়।

 

বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। ডিজেলের মূল্য ৫ টাকা হ্রাস পাওয়ায় এই প্রস্তাব দেন তিনি।

বৈঠক শেষে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২ 
এসজেএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।