ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু ছবি: সংগৃহীত

মেহেরপুর: মেহেরপুরের গাংনীর খাসমহলে সাপের কামড়ে জয়নাল হোসেন (৫২) নামে এক কৃষক মারা গেছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ ছোবল দেয় তাকে। ঘটনার পর পরিবারের সদস্যরা জয়নালকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাপের ছোবলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।