ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে বিপুলসংখ্যক অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
খাগড়াছড়িতে বিপুলসংখ্যক অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ৩

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিপুলসংখ্যক অবৈধ ভারতীয় শাড়িসহ তিন জনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা সদরের স্বনির্ভর বাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার পানছড়ি উপজেলার পুজগাঙ এলাকার আর্থিক মনু চাকমার ছেলে বড়ুন চাকমা (২৩), একই এলাকার পিত্তলার চাকমার ছেলে বিকাশ চাকমা (২৩), দমদম এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩১)।

আটককৃতদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রংয়ের ৯৭৫ পিস শাড়ি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।  

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার এএসআই সিরাজুল ইসলাম, এএসআই মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এ চোরাচালানটি আটক করেছে।  

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক আসামিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।