ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধরলার ভাঙনরোধে গৃহহীনদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ধরলার ভাঙনরোধে গৃহহীনদের মানববন্ধন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে গৃহহীন পরিবারগুলো প্রতিকারের দাবিতে মানববন্ধন করেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে দীর্ঘ ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় দুইশত ভাঙন কবলিত পরিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন- নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নদী ভাঙনের শিকার পরিবারের পক্ষে আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি ধরলা নদীর গর্ভে বিলীন হয়েছে। এছাড়া গত ৩ বছরে ৬৮১টি বাড়ি ধরলা নদীর গর্ভে বিলীন হয়েছে। এতে নদীগর্ভে চলে গেছে অন্তত সহস্রাধিক একর ফসলি জমি । বর্তমানে তীব্র ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলি জমি, মাছের ঘের ও গরু পালন প্রকল্প।

তারা জানান, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও আজ অবধি পানি উন্নয়ন বোর্ড কোনো সাড়া দেয়নি। এ কারণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ঘন্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এফইএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।