ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে কচুরিপানার ভেতর ভাসমান মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
সাভারে কচুরিপানার ভেতর ভাসমান মরদেহ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর এলাকায় কামারবান বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ দুপুরে স্থানীয় এক ব্যক্তি বিলে কচুরিপানা সরাতে গিয়ে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল রাশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ৬-৭ দিনের আগের বলে মনে হচ্ছে। নিহতের পরনে কোনো জামা কাপড় ছিল না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।