ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, সেপ্টেম্বর ৩০, ২০২২
মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজু বিশ্বাস নামে এক যুবক আহত হয়েছেন।

তিনি উপজেলার তিতার খা পাড়ার রহিম শেখের ছেলে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) রাত ১০টার দিকে উপজেলার শতখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো- শালিখা উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে জিসান শেখ ও ছোনপুর গ্রামের আশরাফ শেখের ছেলে সাজিদ শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইকে তিন জন যশোর জেলার ঝিকরগাছায় এলাকায় ফুফাতো ভায়ের বিয়ে দাওয়াত খেয়ে মাগুরায় ফেরার পথে শতখালী এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিতে  ধাক্কা দিলে ওই তিন আরোহী সড়কের ছিটকে পড়লে মাইক্রোবাসের পেছনে থাকা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাজিদের মৃত্যু হয়। পরে পথচারীরা আহত অবস্থায় জিসান ও রাজুকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডা. অমর প্রসাদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতলে ভর্তি করা হয়। তার মধ্যে জিসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজনের চিকিৎসা চলছে।

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিসারুল ইসলাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।