ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে শিয়ালের কামড়ে ৬ জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
গোবিন্দগঞ্জে শিয়ালের কামড়ে ৬ জন হাসপাতালে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নে পাগলা শিয়ালের কামড়ে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমও) ডা. আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন- ওই ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের সাবু (৪০), জোলেখা (৪০), আশরাফুল (৪৫), ছকিনা (৪৩), বিমান (১৫) ও তোজারুল (২৬)।

মেডিকেল অফিসার (এমও) ডা. আশিক ইকবাল বলেন, শিয়ালের কামড়ে  আহত ছয়জনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শফিউল আলম হিরু জানান, রাত ১০টার দিকে আহতদের একজন অন্ধকারে প্রসাব করতে গেলে পাগলা শিয়ালটি কামড় দেয়। খবর পেয়ে আরও কয়েকজন এগিয়ে এলে শিয়ালটি একে একে মোট আটজনকে কামড় দেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়রা শিয়ালকে মেরে ফেলে। তাদের ধারনা শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, এলাকায় সন্ধ্যর পর থেকেই শিয়ালের উপদ্রব দেখা যেত। বিশেষ করে গোবিন্দগঞ্জ-নাকাই ভায়া গাইবান্ধা সড়কে প্রায়ই এদের দেখা মেলে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।