ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্রীড়াচক্রের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্রীড়াচক্রের শ্রদ্ধা ছবি: জি এম মুজিবুর

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বনানী কবরস্থানে বেলা সোয়া ১১টার দিকে শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

শেখ রাসেল ক্রীড়াচক্রের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ, ডিরেক্টর (ফিন্যান্স) মোহাম্মদ ফখরুদ্দিনসহ শেখ রাসেল ক্রীড়াচক্রের অন্যান্য পরিচালক, আজীবন সদস্য ও ক্লাবের কর্মকর্তা শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।  

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।

প্রসঙ্গত, জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এদিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ সপরিবারে মৃত্যু হয়।  

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।  

শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য- ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ’

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।