ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে চোরাই ১৬ বাইসাইকেলের খোঁজে গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সিলেটে চোরাই ১৬ বাইসাইকেলের খোঁজে গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার

সিলেট: সিলেটে চোরাই ১৬ বাইসাইকেলের খোঁজে গিয়ে আসামির বাসা থেকে উদ্ধার হয়েছে ৬টি ধারালো অস্ত্র। সেসঙ্গে চোরাই ৭টি বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

বাইসাইকেল চুরি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।   

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে নগরের মুন্সিপাড়া দুটি বাসা থেকে ৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন- নগরের মুন্সিপাড়ার ৩৫ নম্বর বাসার শফিক মিয়ার ছেলে আব্দুস শুকুর ও আব্দুল মতিন ছেলে রিপন মিয়া।

অভিযানকালে গ্রেফতারকৃত রিপনের বাসা থেকে ৩টি রামদা, স্টিল ও প্লাস্টিকের বাটযুক্ত ২টি চাকু ও ১টি জিআইপাইপ উদ্ধার করা হয়।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরের জিন্দাবাজারের একটি দোকানের গোডাউন থেকে ১৬টি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় শুকুর ও রিপনকে গ্রেফতার করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইকেলগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, গত ২৪ অক্টোবর নগরের জিন্দাবাজারে ট্রেড বেকার নামক সাইকেলের কানিজপ্লাজার ৬তলায় অবস্থিত গোড়াউন থেকে ১৬টি বাইসাইকেল চুরি হয়। বুধবার (০২ নভেম্বর) এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা (নং-০৮(১১)’২২) দায়ের করেন।

তিনি বলেন, দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে মুন্সিপাড়ার ৬৮ নম্বর বাসা থেকে ২টি এবং অন্য বাসা থেকে আরো ৫টি সাইকেল উদ্ধার করেন। এ সময় রিপনের বাসায় অভিযানকালে ৩টি রামদা, ২টি চাকু ও জিআই পাইপের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।    

এসআই নাজমুল হুদা বলেন, গ্রেফতারকৃত আব্দুস শুকুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। এছাড়া রিপন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ২টিসহ ৭টি মামলা রয়েছে। চোরাই অবশিষ্ট ৯টি বাইসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।