ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে বিএনপি নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে বিএনপি নেতারা

বাগেরহাট: বাগেরহাটে বন্দুকধারীর গুলিতে নিহত জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুইয়ার স্বজনদের সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা।  

শুক্রবার (১৮ নভেম্বর) বাদ জুমা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়েদুল ইসলামের নেতৃত্বে বাগেরহাট শহরের পূর্ববাসাবাটি এলাকায় যান বিএনপির নেতাকর্মীরা।

তানু ভুইয়ার কবর জিয়ারত শেষে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা।  

এ সময়, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম,  সদস্য ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ওহিদুর রহমান পল্টু, ডা. আব্দুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, ছাত্রদল ও আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

অতিদ্রুত তানু ভুইয়া হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, একটা অশুভ শক্তির হাতে রয়েছে দেশ। তারা নিজেদের ক্ষমতা ঠিক রাখতে হামলা, মামলা এমনকি হত্যার মতো জঘন্য কাজ করছে। তবে বেশিদিন এভাবে চলতে পারবে না। খুব দ্রুত গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। এ আন্দোলনের নেতৃত্বে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় ফরিদ নামে একব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া।  

নিহত নুরে  আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।