ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মি‌ছিল শুরুর আগেই জামায়াতের ৪ নেতাকর্মী‌ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
মি‌ছিল শুরুর আগেই জামায়াতের ৪ নেতাকর্মী‌ আটক আটক: প্রতীকী ছবি

বরিশাল: ব‌রিশাল নগরীতে মি‌ছিল শুরুর আগেই জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পু‌লিশ।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব‌রিশাল নগরের কাউ‌নিয়া হাউ‌জিং এলাকার বা‌সিন্দা সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার না‌ছির উ‌দ্দিন (৪০) ও বরিশাল মেট্রোপ‌লিটনের বন্দর থানাধীন চর পত্ত‌নিয়া গ্রামের আল মুঈন (২১)।

কোতোয়া‌লি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, নগরের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় জনতাবদ্ধ হয়ে পূর্বানুম‌তি ছাড়া মি‌ছিল শুরুর চেষ্টা করে জামায়াত কর্মীরা। পু‌লিশ ধাওয়া দিয়ে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তি‌নি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।