ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সবাই মিলেমিশে একটি সুন্দর-কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সবাই মিলেমিশে একটি সুন্দর-কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

দেশের সুনাগরিক হিসেবে দেশ গড়তে আপনাদেরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীরা। এ সময় একথা বলেন মাসুম বিল্লাহ।

তিনি আরও বলেন, যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের ব্যাপারে ইসলাম স্বাধীনতা দিয়েছে। আমরা যেমন আপনাদের উৎসব পরিদর্শনে এসেছি, আপনারাও আমাদের উৎসবে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।