ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যাটারি রিকশা চালকদের ওপর হামলা, নির্যাতনে জাসদের প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ব্যাটারি রিকশা চালকদের ওপর হামলা, নির্যাতনে জাসদের প্রতিবাদ

ঢাকা: ব্যাটারি চালিত রিকশা চালকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ জানানো হয়।

 

বিবৃতিতে গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারি রিকশা শ্রমিক ও চালকদের উপর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারি পেটোয়া বাহিনীর যৌথ হামলা নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ করেছে।

জাসদের বিবৃতিতে ব্যাটারি রিকশা শ্রমিক চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত না করে ব্যাটারি রিকশা উচ্ছেদ না করা এবং কারিগরি প্রযুক্তিগত সহায়তা দিয়ে ব্যাটারি রিক্সাকে নিরাপদ বাহনে উন্নীত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।