ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

সংস্কার নিয়ে কালবিলম্ব করা যাবে না: আন্দালিব পার্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সংস্কার নিয়ে কালবিলম্ব করা যাবে না: আন্দালিব পার্থ

ভোলা: বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এ নিয়ে কোনোমতেই কালবিলম্ব করা যাবে না।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় তিনদিনের সংরক্ষিত সফরে এসে শহরের উকিল পাড়ার শান্ত নীড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পার্থ বলেন, গত ৬ মাস ধরে সরকার যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে। সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি সম্ভব তা শেষ করতে হবে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানের পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ হবে।

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে পার্থ বলেন, জনগণের সঙ্গে সরকারের সম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জনসম্পৃক্ততা বেশি হয় সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তেমন কাউকে দেওয়া উচিত ছিল।  

এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে ঢাকা থেকে রওনা দেওয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন। আগামী তিনদিন দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।