ঢাকা: নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা স্বপ্ন দেখি, আগামীর বাংলাদেশ নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, ৫৪ বছর পর আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণেরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানাই।
এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন। তখন তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত করতে চায়, এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যোমী তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠিত হলো।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানে সহযোগিতা করা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সাধারণ জনতার আত্মত্যাগের সঠিক মূল্যায়নে আমরা সক্ষম হব বলে বিশ্বাস করি।
তিনি বলেন, বিগত ১৬ বছর যেসব রাজনৈতিক দল বা গোষ্ঠী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, দেশছাড়া হয়েছে, তাদের আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমি বলতে চাই, তরুণেরা বাংলাদেশের রাজনীতির একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসসি/আরএইচ