ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তীর মৃত্যুতে সিপিবির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, অক্টোবর ৪, ২০২৫
বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তীর মৃত্যুতে সিপিবির শোক লীনা চক্রবর্তী: ফাইল ফটো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সাবেক সদস্য, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, কৃষক আন্দোলন ও নারী আন্দোলনের অন্যতম নেত্রী বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী (৮৯) গুরুতর অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিপিবি।

শনিবার (৪ অক্টোবর) সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে লীনা চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, লীনা চক্রবর্তী এদেশের শোষিত নিপীড়িত শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে একজন নিবেদিত প্রাণ। তিনি এ দেশের কৃষক ও নারী আন্দোলনের একজন অনুসরণীয় অন্যতম নেত্রী।

লীনা চক্রবর্তী মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছার ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর একজন বীর মুক্তিযোদ্ধা। লীনা চক্রবর্তীর মৃত্যুতে এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি। তিনি মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন।

আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ