জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (০৪ অক্টোবর) মিরপুর বিআরটিএ’র পেছনের সড়ক থেকে এই গণসংযোগ ও মিছিল শুরু হয়ে ১৩ নম্বর সেকশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হারমান মেইনর স্কুলের সামনে এসে শেষ হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন মামুন হাসানের সহধর্মিণী ডলি হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম শাওন, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব নুরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি হাওলাদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির আবু হানিফ, আতিকুর রহমান, নুর আলম, ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নান্টু, সাংগঠনিক সম্পাদক আলমসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএমএকে/এমজেএফ
।