ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াতের আমির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, জুলাই ২০, ২০২৫
মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াতের আমির

খুলনা: খুলনায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ঢাকায় জাতীয় সমাবেশে যোগদিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে তিনি খুলনা যাচ্ছেন।

আগামী ২২ জুলাই (মঙ্গলবার) সকালে তিনি ঢাকা থেকে খুলনা যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত রোববার খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত: কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য মঙ্গলবার(২২ জুলাই) তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আমীরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে সম্ভবত: সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে, তার কবর জিয়ারত শেষে আবারো ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন। আমীরে জামায়াতের সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ