ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতাদের গ্রেফতারে আলাল-নীরবের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
যুবদল নেতাদের গ্রেফতারে আলাল-নীরবের নিন্দা

ঢাকা: মানিকগঞ্জ জেলা বিএনপি ও যুবদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।

 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপির মানিকগঞ্জ জেলা সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান ও আইনজীবী ফোরামের জোলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দীন স্বপন, দৌলতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা বাদল ও মো. সামানসহ ৯ জনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া জেলা যুবদল নেতা ও বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদল নেতা এম ইকবাল হোসেন, কাজী রায়হান উদ্দীন টুকু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স এবং জেলা শ্রমিক দল সভাপতি আব্দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এধরনের মামলায় গ্রেফতার করা হয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রধান।

বিবৃতিতে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবি জানাচ্ছি।

‘অন্যথায় এ অবৈধ সরকার মিথ্যার আশ্রয়ে পরিচালিত হওয়ার প্রবণতা আরও ঘনীভূত হবে। যার পরিণামে অনিবার্য পতন,’ বলেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।