ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আমি এখনও মুক্ত মানুষ নই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
‘আমি এখনও মুক্ত মানুষ নই’ হুসেইন মুহাম্মদ এরশাদ/ফাইল ফটো

ঢাকা: ‘আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনও নই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।


সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আসন্ন ই‌উনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।



জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা আমার স্থানে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে- জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনও নই। ’

জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্বাচিত করা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমার ছোট ভাই জি এম কাদেরকে যোগ্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছি। আমি বেশি দিন নেই। আমার বিশ্বাস আমার অবর্তমানে সে পার্টির হাল ধারতে পারবে। ’

তিনি অভিযোগ করেন, ‌আজকের এই যৌথ সভায় না আসার জন্য জেলা নেতাদের ফোন করা হয়েছিল। কিন্তু কেউ তাদের কথা শুনেনি। সবাই এসেছে, আজ প্রমাণিত হয়েছে- তাদের ফোনের কোনো মূল্য নেই। যারা পার্টির শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের করুণ পরিণতি অপেক্ষা করছে।

এরশাদ মানে জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি সবার বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, পার্টির বর্ধিত সভা কবে হয়েছে আমার মনে নেই। প্রেসিডিয়াম সভা হয়েছে দুই বছর আগে। সেই দল কীভাবে হয়। তাই নতুন করে দায়িত্ব দিয়েছি।

সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জাতীয় পার্টির বেশির ভাগ সংসদ সদস্য সভায় উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬/আপডেট: ১২৫৮ ঘণ্টা
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।