ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আপিলে মাহমুদুর রহমানের জামিন বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আপিলে মাহমুদুর রহমানের জামিন বহাল মাহমুদুর রহমান

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন।



ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন মাহমুদুর রহমানের আইনজীবী সালেহ উদ্দিন।

তিনি জানান, ‘আপাতত এমন কোনো মামলা নেই যেখানে মাহমুদুর রহমানের জামিন নেই। তাই আইনগতভাবে ওনার এখন জমিনে মুক্তি পেতে কোনো বাধা নেই। ’ 

বিচারপতির স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মামলায় ১৪ জানুয়ারি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারক কেএম শাসমুল আলম জামিন নামঞ্জুরের এ আদেশ দেন।

আইনজীবী সালেহ উদ্দিন আরো জানান, বিচারিক আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ মাহমুদুর রহমানকে জামিন দেন। পরে হাইকোর্টে এ আদেশের বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ।

রোববার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
 
মামলার অভিযোগে বলা হয়, বেলজিয়াম প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হকের স্কাইপেতে প্রায় ১৭ ঘণ্টার কথোপকথন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়; যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। ওই ঘটনার পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন।

এই মামলায় ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

বাংলাদেশ সময়:১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।