মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে তালিকা জমা দেন দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
তিনি বলেন, নাম দেওয়া উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) দলের সভাপতি শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
কোন বিষয় মাথায় রেখে নাম বাছাই করা হয়েছে এমন প্রশ্নের জবাবে গোলাপ বলেন, ব্যাকগ্রাউন্ড, যোগ্যতা, সততা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নাম বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএম/বিএস