ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯ শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে নয়জন আহত হয়েছে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসা প্রশাসন ও আইপিই বিভাগের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সহ-সভাপতি অঞ্জন রায়ের সমর্থকরা।

এতে ছাত্রলীগ সভাপতি পার্থ সমর্থক জাকির হোসেন, জহির, আবুল মোল্লা, এবং সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থিত নজরুল ইসলাম, খলিলুর রহমান, ছাত্রলীগ কর্মী শাহরিয়ার, সাব্বিরসহ অন্তত ৭ জন ছাত্রলীগ কর্মী এবং আইপিই বিভাগের শিক্ষার্থী সাইদুল ও বিবিএ’র যুগল চন্দ্র সূত্রধর আহত হন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর মুনসী নাসের আফজাল বাংলানিউজকে জানান, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।