বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় শহীদ মিনারে টাঙ্গাইলে ছাত্রদল নেতা মির্জা আবু রায়হান জগলুর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান হয়েছেন তার সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তীব্র হওয়ার আগেই তার সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন রিজভী।
এরশাদ সরকারের সময় ১৯৮৭ সালে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করার সময় পুলিশের গুলিতে প্রাণ হারান টাঙ্গাইল জেলা ছাত্রদলের সেই সময়ের যুগ্ম সম্পাদক আবু রায়হান জগলু।
তার স্মরণে টাঙ্গাইল জেলা ছাত্রদল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রিজভী।
জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলমের সভাপতিত্বে সভায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সরফত আলী সপু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবলু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম তোফাসহ অনেকেই বক্তব্য রাখেন।
বিএনপি নেতৃবৃন্দ শহীদ জগলুর কবর জিয়ারত ও স্মরণসভা শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসআই