আহত মামুনুর রশিদ ইউনিয়নের ধানীসাফা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
আহত মামুনুর রশিদ অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তুষখালী খেয়াঘাট এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেলকে সাথে নিয়ে তিনি দোকানে চা খাচ্ছিলেন।
এদিকে এ ঘটনার পর ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগ তাৎক্ষনিক সাফা বাজারে প্রতিবাদ মিছিল বের করে।
সাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, তুচ্ছ ঘটনার জের ধরে কয়েক দিন আগে মামুনুর রশিদ পিঞ্জুর সাথে আরিফ বেপারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় আরিফের নের্তৃত্বে পিঞ্জুকে পিটিয়ে আহত করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময় ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএমকে