ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাগুরায় জাতীয় পার্টির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, মার্চ ২৩, ২০২২
মাগুরায় জাতীয় পার্টির মানববন্ধন

মাগুরা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা জেলা জাতীয় পার্টি।

বুধবার (২৩ মার্চ) সকালে শহরের চৌরাঙ্গী মোড়ে এ মানববন্ধন হয়।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খান রবিউল হক মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফ, আছাদুজ্জামান, আব্দুর রশিদসহ অনেকে।

বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। বর্তমান সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তা নাহলে আগামী নির্বাচনে মানুষ এ সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।