ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়নাতদন্তে টিপুর শরীরে মিললো একাধিক গুলির চিহ্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
ময়নাতদন্তে টিপুর শরীরে মিললো একাধিক গুলির চিহ্ন জাহিদুল ইসলাম টিপু। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী প্রীতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত করেন।

পরে স্বজনদের কাছে দুটি মরদেহ নিয়ম অনুযায়ী বুঝিয়ে দেওয়া হয়।

ঢামেক মর্গ সূত্রে জানা যায়, টিপুর শরীরে একাধিক স্থানে গুলির চিহ্ন দেখা গেছে তবে ময়নাতদন্তের সময় তার শরীর থেকে কয়েকটি গুলি বের করা হয়েছে। আর প্রীতির শরীরে একদিক দিয়ে গুলি ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।

এর আগে, শাজাহানপুর থানার পুলিশ মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলি ছুঁড়ে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুকে হত্যা করা হয়। সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।