ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রেফতারের আগে গোপন বার্তায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: পরশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
গ্রেফতারের আগে গোপন বার্তায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: পরশ কথা বলছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সাভার: ‘২৫ শে মার্চ গ্রেফতার হওয়ার আগে এক গোপন বার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এর ফলশ্রুতিতেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় আনতে পেরেছিলাম।

সেই মর্ম বুকে ধারন করে আমাদের আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের এই ইতিহাস চর্চা করবে, বাংলার সংস্কৃতি, শিল্প-সাহিত্যের উন্মেষ ঘটাবে এবং আমাদের বাঙালি জাতি হিসেবে যে ঐতিহ্য সামনের দিকে একটা প্রগতিশীল বাংলাদেশ গড়বে। ’

শনিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে  এ কথা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সময়ের দাবি বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস, আমাদের গর্বের একটা দিন। কিন্তু এর আগে ২৫ মার্চের গণহত্যা দিবস এখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত না। এই দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি। ’

তিনি বলেন, ‘জাতির অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল যুদ্ধাপরাধীদের বিচার। এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। যুদ্ধাপরাধীদের এই বিচার চলমান থাকবে, ধাপে ধাপে সব যুদ্ধাপরাধীর বিচার হবে। ’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশকে ভালোবাসবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন জাতির সেই আশা পূর্ণ হবে। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।