ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সালতামামি

সালতামামি ২০২১ 

আলোচনায় ছিল যেসব সিনেমা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আলোচনায় ছিল যেসব সিনেমা ২০২১ মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমার পোস্টার

বিদায় নিচ্ছে ২০২১, শুরু হতে যাচ্ছে নতুন বছর ২০২২। ঢালিউডে বেশ কয়েক বছর ধরেই মন্দা দশা বিরাজ করছে।

নানা সংকটে জড়াজীর্ণ ইন্ডাস্ট্রিতে করোনার আরও বেশি হতাশ করেছে। শুরুটাই হয়েছিল মানহীন সিনেমা দিয়ে। তবে বছরের শেষভাগটা যেন ছিল আশা জাগানিয়া।  

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, চলতি বছর সিনেমা মুক্তির সংখ্যা মোট ৩২। এর মধ্যে দেশের ৩০টি ও সাফটা চুক্তিতে কলকাতার ‘বাজি’ ও ‘গোলন্দাজ’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে।  

বছরের শুরুর দিন (১ জানুয়ারি) মুক্তি পেয়েছিল ‘কেন সন্ত্রাসী’ নামের সিনেমা। এরপর ‘রংবাজি-দ্যা লাফাঙ্গা’, ‘তুমি আছো তুমি নেই’, ‘নারীর শক্তি’, ‘হৃদয়ের আঙ্গিনায়’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পায়। যেগুলো মানহীন সিনেমার তকমা পেয়েছে।  

বছরের শুরুটা মানহীন সিনেমা দিয়ে শুরু হলেও শেষ হয়েছে বাণিজ্যিক আর গল্পনির্ভর সিনেম মুক্তির মাধ্যমে। এর মধ্যে বাণিজ্যিক ধারার চেয়ে এগিয়ে ছিল ভিন্নধারার সিনেমা।  

চলতি বছর যেসব ভিন্নধারার সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে রয়েছে- আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’, হাবিবুর রহমানের ‘অলাতচক্র’, রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’, নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ ও রনী ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’। সিনেমাগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।   

বাণিজ্যিক সিনেমার মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি দিয়ে আলোচনায় ছিলেন আরিফিন শুভ। বাণিজ্যিক সিনেমার মধ্যে আলোচনায় ছিল- অনন্য মামুনের ‘নবাব এলএলবি’, ‘কসাই’। ‘নবাব এলএলবি’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন শাকিব খান।  

তবে চলতি বছর যে সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হচ্ছে- আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি দেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল মনোনয়ন পায়। এতে অভিনয় করে সিনেমাটির পাশাপাশি প্রশংসিত হয়েছেন এর অভিনেত্রী আজমেরি হক বাঁধন।  

বছরের শেষ দিনে শেষ সিনেমা হিসাবে মুক্তি পেয়েছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ এবং নজরুল ইসলামের ‘চিরঞ্জীব মুজিব’।  

এক নজরে ২০২১ সালে মুক্তি প্রাপ্ত দেশের ৩০ সিনেমার তালিকা:

কেন সন্ত্রাসী (১ জানুয়ারি), রংবাজি দ্য লাফাঙ্গা (৫ ফেব্রুয়ারি), পাগলের মতো ভালোবাসি (১৯ ফেব্রুয়ারি), তুমি আছো তুমি নেই (১২ মার্চ), গন্তব্য (১৯ মার্চ), অলাতচক্র (১৯ মার্চ), স্ফুলিঙ্গ (২৬ মার্চ), প্রিয় কমলা (২৬ মার্চ), টুঙ্গিপাড়ার মিয়াভাই (২ এপ্রিল), যৈবতী কন্যার মন (২ এপ্রিল), সৌভাগ্য (১৩ মে), নবাব এলএলবি (২৫ জুন), কসাই (১৬ জুলাই), আগস্ট ১৯৭৫ (২২ আগস্ট), নারীর শক্তি (১০ সেপ্টেম্বর), চোখ (পহেলা অক্টোবর), মুজিব আমার পিতা (১ অক্টোবর), পদ্মাপুরাণ (৮ অক্টোবর), চন্দ্রাবতী কথা (১৫ অক্টোবর), ঢাকা ড্রিম (২২ অক্টোবর), এ দেশ তোমার আমার (৫ নভেম্বর), রেহানা মরিয়ম নূর (১২ নভেম্বর), হৃদয়ের আঙ্গিনায় (১৯ নভেম্বর), নোনা জলের কাব্য (২৬ নভেম্বর), মিশন এক্সট্রিম (৩ ডিসেম্বর),  লাল মোরগের ঝুঁটি (১০ ডিসেম্বর), কালবেলা (১০ ডিসেম্বর), মৃধা বনাম মৃধা (২৪ ডিসেম্বর), রাত জাগা ফুল, চিরঞ্জীব মুজিব (৩১ ডিসেম্বর)।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।