রাজশাহী: গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় শহীদি সমাবেশ বাস্তবায়নের লক্ষে রাজশাহীতে গণসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজশাহীর জিরোপয়েন্ট জলিল বিশ্বাসের মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়।
প্রচারপত্র বিতরণ করার সময় ইনকিলাব মঞ্চ সদস্যরা বলেন, জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আগামী শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শরিক হয়ে দাবিগুলোকে সফল করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা।
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শরীফ ওসমান হাদী, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সদস্য মো. মেসবাহ, রাজশাহী মহানগর সমন্বয়কারী ডা.হুমায়ুন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসএস/এএটি