ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে ইনকিলাব মঞ্চের গণসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আ. লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে ইনকিলাব মঞ্চের গণসংযোগ

রাজশাহী: গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় শহীদি সমাবেশ বাস্তবায়নের লক্ষে রাজশাহীতে গণসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ।  

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজশাহীর জিরোপয়েন্ট জলিল বিশ্বাসের মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়।

গণসংযোগকালে আরডিএ মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীক দোকানে এবং রাস্তায় চলাচলকারী মানুষদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।

প্রচারপত্র বিতরণ করার সময় ইনকিলাব মঞ্চ সদস্যরা বলেন, জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আগামী শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শরিক হয়ে দাবিগুলোকে সফল করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শরীফ ওসমান হাদী, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সদস্য মো. মেসবাহ, রাজশাহী মহানগর সমন্বয়কারী ডা.হুমায়ুন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।