ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে যায়নি ৬ ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, অক্টোবর ১৮, ২০২৫
সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে যায়নি ৬ ফ্লাইট ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করা ছয়টি ফ্লাইট ছেড়ে যায়নি।  

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবস্থা চলবে।

 প্রয়োজনে রাত ৯টার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঢাকায় কার্গো ভিলেজে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর বিকেল ৩টায় বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এয়ার অ্যাস্ট্রার দুটি, নভোএয়ারের দুটি ও ইউএস বাংলার দুটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করলেও ঢাকার ক্লিয়ারেন্স না পাওয়ায় যেতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, রাত ৯টা পর্যন্ত সময় বাড়তে পারে। এ অবস্থায় ছয়টি ফ্লাইটের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।