ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

মাদারীপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
মাদারীপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

মাদারীপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় মেসার্স সাকিব এন্টারপ্রাইজের আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়।

মেসার্স সাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খন্দকার সামছুজ্জামান লুৎফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার (সাউথ বাংলা) শাহাদাত হোসন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনের কিং ব্র্যান্ড সিমেন্টের জোনাল ম্যানেজার মশিউর রহমান, কিং ব্র্যান্ড সিমেন্টের মাদারীপুরের এরিয়া ম্যানেজার মো. আহসান হাবিব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, 'আগে বিদেশ থেকে সিমেন্ট আমদানি করা হতো। বাংলাদেশে কিং ব্র্যান্ড সিমেন্ট ইতিহাস সৃষ্টি করেছে। দেশের প্রথম উৎপাদিত সিমেন্ট হচ্ছে কিং ব্র্যান্ড। '

বক্তারা আরও বলেন, 'বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট একটি ভালো মানের সিমেন্ট। যা ইতোমধ্যে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে পদ্মা সেতুসহ বিভিন্ন স্থাপনায় ব্যবহৃত হয়েছে। তাই এটি মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। '

অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যবসায়ী মেসার্স নদী এন্টারপ্রাইজের মালিক বিএম তোফায়েল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।  

হালখাতা অনুষ্ঠানের আলোচনা শেষে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে ৫ জন সেরা ঠিকাদার ও ৫ জন সেরা ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের রাতের খাবারের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।