ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বরিশালে ১৬ মণ জাটকা-৯৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
বরিশালে ১৬ মণ জাটকা-৯৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ যৌথ অভিযানে ৬৪০ কেজি জাটকা ও ৯৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযানে ১৬ মণ (৬৪০ কেজি) জাটকা, একটি ট্রলার ও ৯৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌপুলিশ এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দ জাটকাগুলো পাঁচটি এতিমখানায় বিতরণ করাসহ কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, যৌথ অভিযানে অন্যদের মধ্যে কোস্টগার্ড হিজলা উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামী ও নৌপুলিশ হিজলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।