ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ছাত্র-জনতার আন্দোলনে হামলা: হবিগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, এপ্রিল ২৮, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলনে হামলা: হবিগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় হবিগঞ্জের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
 
রোববার (২৭ এপ্রিল) রাতে সেনাবাহিনীর মাধবপুর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।


 
গ্রেপ্তারকৃরা হলেন- জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন ওরফে নুরধন (৪০) এবং শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দাশ মন্টু (৫৫)।
 
পুলিশ জানায়, নুরধন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি। তিনি বাঘাসুরা ইউনিয়নে রাধানগর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে। মাধবপুর সেনা ক্যাম্পের একটি দল রোববার রাত ৯টায় ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 
এদিকে রাত সাড়ে ১০টায় একই সেনা ক্যাম্পের সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক থেকে অসিত দাশ মন্টুকে গ্রেপ্তার করেন। তিনি এ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একমাত্র মামলার ৪৮ নম্বর আসামি।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।