ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আশুগঞ্জ-আগরতলা সড়কের কাজ নিয়ে সচিবের অসন্তোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, মে ৩, ২০২৫
আশুগঞ্জ-আগরতলা সড়কের কাজ নিয়ে সচিবের অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-বিশ্বরোড, সুলতানপুর, আখাউড়া স্থলবন্দর ও আগরতলা সড়কের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।  

শুক্রবার (২ মে) বিকেলে বিশ্বরোড থেকে আখাউড়া উপজেলার তন্তর পর্যন্ত মহাসড়কটির অন্তত ২৫ কিলোমিটার অংশ ঘুরে কাজের অগ্রগতি দেখে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

 

এ সময় তিনি সাংবাদিকদের জানান, নির্মাণাধীন মহাসড়কটিতে কাজ কর্ম কিছুই হচ্ছে না। জনগণের ভোগান্তি লাঘবে ঢাকায় গিয়ে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ নির্মাণাধীন সড়কটির ভারতীয় দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।  

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, মহাসড়কটিতে সমস্যা আছে বলেই পরিদর্শনে এসেছেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা নিরসনে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নির্মাণাধীন চারলেন মহাসড়কের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

ভারতের নমনীয় ঋণ ও বাংলাদেশের যৌথ অর্থায়নে কাজ হচ্ছে মহাসড়কে। গত বছরের আগস্ট মাসে সরকারের পট পরিবর্তনের পর ভারতীয় ঠিকাদার কোম্পানি নিরাপত্তার ‘অজুহাতে’ কাজ ফেলে চলে যায়। কয়েকমাস পর তারা ফিরে এলেও দৃশ্যমান তেমন কোনো কাজ পরিলক্ষিত হচ্ছে না।   

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।