ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

‘না. গঞ্জ শহরকে রক্ষা করতে হলে নদী রক্ষা করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, মে ১০, ২০২৫
‘না. গঞ্জ শহরকে রক্ষা করতে হলে নদী রক্ষা করতে হবে’

নারায়ণগঞ্জ: ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জ শহরকে রক্ষা করতে হলে জেলার খাল-বিল-নদী রক্ষা করতে হবে। বর্ষায় যেমন তেমন শীতে যখন এখানে আমি এসেছি এখন এর দুর্গন্ধে পাশে দাঁড়ানো দায় ছিল।

এ অবস্থায়ই মানুষ দেখেছি নদীতে গোসল করছে। এটা অত্যন্ত দুঃখজনক।

শনিবার (১০ মে) গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকের গরমে আমরা বুঝতে পারছি আমাদের গাছ লাগানো কতটা জরুরি। গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। আপনার ভবিষ্যত প্রজন্মের প্রয়োজনে আপনাদের গাছ লাগাতে হবে। নারায়ণগঞ্জে অনেক খাল, নদী-নালা ছিল। আপনারা খালগুলো উদ্ধার করুন যেন বৃষ্টির সিজনে মানুষের কষ্ট না হয়। নারায়ণগঞ্জবাসী আপনাদের সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস।

তিনি বলেন, নারায়ণগঞ্জের গত ২০ বছরের পরিবর্তনের চিত্র দেখলে আমরা দেখবো প্রতিনিয়ত আমরা সবুজায়নকে বিসর্জন দিয়েছি। প্রতিনিয়ত আমরা খাল-বিল, নদী ধ্বংস করেছি। এখাবে কী আমরা বাঁচতে পারবো? নদী না বাঁচলে আমরা টিকে থাকতে পারবো না। নদীকে কেন্দ্র করেই সভ্যতাগুলো গড়ে উঠেছে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি হয়েছে নদীকে কেন্দ্র করে। নারায়ণগঞ্জের ব্যবসাও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

তিনি আর বলেন, শুধু নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন নারায়ণগঞ্জকে বাঁচাতে পারবে না যদি নারায়ণগঞ্জবাসী এগিয়ে না আসে। আমি ব্যবসায়ীদের আহ্বান জানাবো আপনারাও এগিয়ে আসুন। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান যদি অঙ্গীকার করে ব্যবসায় প্রতিষ্ঠানের সামনের জায়গা টুকু আপনি পরিষ্কার করবেন, সামনে ড্রেনটি যেন বন্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। পাশের দোকান কী করে দেখার দরকার নেই। আপনি আপনার দায়িত্ব পালন করুন, দেখবেন নারায়ণগঞ্জ কীভাবে ক্লিন হয়ে যায়।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ড্রেন বা খাল পরিষ্কার করতে গেলে ড্রেন বা খাল থেকে এমন কোনো জিনিস নেই যা উদ্ধার করা হয়নি। এ কাজগুলো আমরা একটু সচেতন হলেই করতে পারি। আমি নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো আপনারা আমাদের জেলা প্রশাসককে সহযোগিতা করবেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ বিপ্লবীদের শহর। প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জের মানুষ সবক্ষেত্রেই এগিয়ে আছে। এক সময় নারায়ণগঞ্জ থেকে জাতীয় দলে অনেক ফুটবলার এসেছে। একটি সুন্দর সমাজ গড়তে আমাদের আমার পরবর্তী প্রজন্মের কথা ভাবতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হয়েছে বেশি দিন হয়নি। সিটি করপোরেশন হওয়ার পর আপনাদের সেবার মান কী খুব বেশি পরিবর্তন হয়েছে? আমরা কী আমাদপর শিশুদের পর্যাপ্ত খেলার জায়গা করে দিতে পেরেছি? আমরা পারিনি। এ শিশুরাই পরবর্তীতে নেতৃত্ব দেবে সমাজের। তাই আমাদের তাদের কথা ভাবতে হবে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।