পাঁচদিনের প্রচেষ্টার পর অবশেষে রাঙামাটিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার দিকে ভাস্কর্যটি ধ্বংস করা হয়।
এর আগে গত শুক্রবার (১৬ মে) বিকেল ৫টা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একদল লোক জেলা শহরের উপজেলা পরিষদ এলাকায় ভাস্কর্য ভাঙার কার্যক্রম শুরু করে। ওইদিন বিকেলে ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুজিবের ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান নেয়।
ভাস্কর্য ভাঙার পর আন্দোলনকারীরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অবশেষে ফ্যাসিবাদী চিহ্ন মুছে ফেলা গেল। যেখানেই ফ্যাসিবাদের চিহ্ন থাকবে, সেখানে ছাত্র-জনতা প্রতিবাদ জানাবে।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০১২ সালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছরে কয়েক ধাপে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল।
** রাঙামাটিতে ভাঙা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য
এসআরএস