ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সরকার যেন দুষ্কৃতকারী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসে: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, মে ২৪, ২০২৫
সরকার যেন দুষ্কৃতকারী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসে: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আজকে যাকে দিয়ে এ সংগঠনটা সবচেয়ে ভালোভাবে চালানো যাবে মানুষ তাকে নির্বাচিত করবে। ইয়ার্ন মার্চেন্ট একটি ঐতিহ্যবাহী সংগঠন।

এত বছর পর এত সুন্দর নির্বাচন আয়োজনের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

শনিবার (২৪ মে) ইয়ার্ন মার্চেন্টের নির্বাচন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এসময় দিপু ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশের টেক্সটাইলে যারা আছেন তারা এ সংগঠনের সুবিধাভোগী। তবে সুতা ব্যবসায়ী, মিল মালিকরা বর্তমানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি অনুরোধ করবো সরকার যেন দুষ্কৃতকারী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসে।

ব্যবসায়ী পরিবারের সন্তান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর চাচা সুলতান উদ্দিন ভূঁইয়া ইয়ার্ন মার্চেন্টের সাবেক ৩ বারের সভাপতি ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।