রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে আজ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সময় স্টেশনের সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে নেওয়া হয়।
এর আগে বুধবার (২৭ মে) দুপুরে দুদকের সহকারী পরিচালক (এডি) আমির হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযানে যান।
পরে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে তারা অবস্থান নেন। এ সময় দুদক কর্মকর্তারা টিকিট বিক্রি, যাত্রীসেবা, কুলিদের বাড়তি ভাড়া আদায়ের অনিয়ম এবং রেলসেবা সংক্রান্ত কর্মীদের ডেকে সতর্ক করেন। এবারের ঈদযাত্রায় যেন যাত্রী সেবার মান ঠিক রাখা হয় এবং কোনো ধরনের অনিয়ম দুর্নীতি এবং যাত্রী হয়রানির মতো ঘটনা না ঘটে সেই ব্যাপার সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। আর ভবিষ্যতে এমন কোনো অভিযোগ পাওয়া গেলে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, অভিযানে থাকা দুদক কর্মকর্তারা।
এ ছাড়া আসন্ন ঈদকে ঘিরে যাতে কোনোভাবেই রেলওয়ের টিকিট কালোবাজারির ঘটনা না ঘটে সেই ব্যাপারেও সর্বোচ্চ সতর্ক করা হয়।
পরে দুদক কর্মকর্তারা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলমসহ ট্রেনের টিকিট কাউন্টার, টিকিট চেকিংয়ের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন।
এ ছাড়া নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সাথে সংশ্লিষ্টদেরও কথা বলেন তারা। দুদকের কাছে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন কারণে যে অভিযোগ জমেছে সেগুলোর বিষয়ে তদন্ত চলছে বলেও জানান দুদক কর্মকর্তারা।
রেলওয়ে স্টেশনে অভিযানের সময় দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সাহকারী পরিচালক শারমিন আক্তার, মাহাবুবুর রহমান ও তানভীর আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
এসএস/এএটি