ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

বর্ণিল আয়োজনে খুলনায় বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জুলাই ১, ২০২৫
বর্ণিল আয়োজনে খুলনায় বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা: বর্ণাঢ্য র‌্যালি ও জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের খুলনা ব্যুরো।  

মঙ্গলবার (১ জুলাই) সকালে খুলনা প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

এরপর চলে শুভেচ্ছা বিনিময়-পর্ব।

১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত ছিল প্রেসক্লাব প্রাঙ্গণ।

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিরাট একটি রাজনৈতিক পটপরিবর্তন ও পালাবদল ঘটেছে। জুলাইয়ের রক্তাক্ত গণ-অভ্যুত্থানের কঠিন দিনগুলোয় সাহস, সততা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছে বাংলানিউজ। গত ১৫ বছর নিরপেক্ষতার সাথে পাঠকদের আস্থা অর্জন করেছে বাংলানিউজ। ভবিষ্যতেও করবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক সমাজ তৈরিতে বাংলানিউজ যেন ভূমিকা রাখে। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারে নিরাপদ স্থানে থেকে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখবে বাংলানিউজ।

বাংলানিউজকে শুভেচ্ছা জানাতে আগত অতিথিরা এসব কথা তুলে ধরেন।  

বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকটে শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজীজ সুমন, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন,  দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, দৈনিক সময়ের খবরের চীফ রিপোর্টার সোহরাব হোসেন, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, বাসসের খুলনা প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাকসুদ আলী, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমেদ মুসা রঞ্জু, একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল, দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান মো. বশির হোসেন, দৈনিক দেশ রূপান্তরের খুলনা ব্যুরো প্রধান এসএম আমিনুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাশরুর মুর্শেদ, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ডেইলি স্টারের রিপোর্টার দিপাঙ্কর রায়, এটিএন নিউজের খুলনা ব্যুরো প্রধান মো. অসীম , সময় টিভির রিপোর্টার বেল্লাল হোসেন সজল ও তানজিম আহমেদ, খুলনা বেতারের জেলা সংবাদদাতা কামাল মোস্তফা, ফুলতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামছুল আলম খোকন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার খুলনা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, নয়াদিগন্তের মাল্টিমিডিয়ার খুলনা প্রতিনিধি ইমরান হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম,খুলনা ওয়াসা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস.এ. মুকুল, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, জাহিদুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাপ্পু, খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার একরামুল হোসেন লিপু,  খুলনা টাইমসের বার্তা সম্পাদক নূর হাসান জনি, গ্লোবাল টিভির খুলনা ব্যুরো প্রধান আনিসুর রহমান কবীর, ডেইলি স্টারের ফটো সাংবাদিক হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেসবাহ, জামায়াত ইসলামীর সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী ২৩ নং ওয়ার্ড সেক্রেটারী ছাব্বির তরফদার, খুলনা নাগরিক সমাজের নেতা এসএম দোলোয়ার হোসেন, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মো. এজাজ আলী, সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়, সময় টিভির ক্যামেরা পার্সন আব্দুল হালিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা পার্সোন রফিক আলী, দৈনিক আমার একুশের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক রেজাউল ইসলাম তুরান, বাংলানিউজের কয়রা উপজেলা করেসপন্ডেন্ট ইউনুস আলী, খুলনা গেজেটের ফটো সাংবাদিক এমএ সাদী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক সাজিদ হাসান সৌকত ও রিফাত কবির, সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক জিএম সাইফুল ইসলাম,  নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, নির্বাহী সদস্য প্রকৌশলী শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরকে কেক খাওয়ানোর পাশাপাশি নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।