ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

বিএনপিতে বসন্তের কোকিলদের জায়গা নেই: চন্দন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৩, জুলাই ৪, ২০২৫
বিএনপিতে বসন্তের কোকিলদের জায়গা নেই: চন্দন

জয়পুরহাট: দলে বসন্তের কোকিল ও হাইব্রিড নেতাদের জায়গা নেই জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। ক্ষমতার লোভ থাকলে আমরাও বর্তমান সরকারের অংশ হতাম।

তাতে গণতন্ত্র আরও বিপন্ন হতো। কিন্তু বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না।

তিনি বলেন, আমরা ৩১ দফা দাবি সামনে রেখে আন্দোলন করছি। এ দাবির ভেতরেই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং নারীদের নিরাপত্তা ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। মানুষ যেন শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সেটাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

সভায় তিন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।