শাবিপ্রবি (সিলেট): জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘স্মৃতিচারণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রুদ্র সেনের আত্মত্যাগের আদর্শ আমাদের অনুপ্রেরণা দেয় একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে। আমরা ‘জুলাই বিপ্লবের’ চেতনা ধারণ করে রুদ্র সেনের স্মৃতি ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তার আদর্শকে সামনে রেখে আমরা একটি কল্যাণমুখী ও ন্যায্য সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ‘রুদ্র সেন সাঁতার ক্লাব’ প্রতিষ্ঠা করো, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করবো। সাঁতার না জানা প্রতিটি শিক্ষার্থীকে সহযোগিতা করতে আমরা উৎসাহিত করবো এবং প্রয়োজনীয় সহায়তা দেব। এ ছাড়া রুদ্র সেনের স্মৃতিকে সম্মান জানিয়ে যে দৃষ্টিনন্দন লেকটি তৈরি করা হয়েছে, তার আরও উন্নয়ন পরিকল্পনায় আমরা কাজ করছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমরা সেই চেতনাকে ধারণ করি, যা আমাদের শহীদদের ত্যাগ, উদ্দেশ্য এবং রক্তের বিনিময়ে এ বাংলার মাটিকে পবিত্র করেছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, রুদ্র সেনের স্মৃতিকে ধরে রাখতে আমাদের একটি সামষ্টিক ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তার আদর্শ ও ত্যাগ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে নিয়মিত প্রকাশনা ও স্কলারশিপ চালুর আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার, শিক্ষার্থী পলাশ বখতিয়ার, ফয়সাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
অনুষ্ঠানের শুরুতে কালো ব্যাজ ধারণ এবং রুদ্র সেনকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির নিজস্ব প্রযোজনায় নির্মিত ডকুমেন্টারিতে রুদ্রের শৈশব, বিশ্ববিদ্যালয় জীবন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ও বীরত্বগাঁথার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়।
উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন সিইপি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থানে’ অংশগ্রহণকালে তিনি শহীদ হন।
আরবি