ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, জুলাই ২৩, ২০২৫
মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন  দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে

মানিকগঞ্জে এক শিশুকে (৫) ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন।  

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠের নিয়ে ধর্ষণ করেন রাজ্জাক শেখ। পরে শিশুটি সরিষা ফুল নিয়ে বাসায় ফিরে তার মায়ের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। এ বিষয়টি শিশুটির মা তার স্বামীর কাছে বলেন। পরে শিশুটির বাবা ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

এই মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির। তিনি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।